বাপ গণহত্যা চালিয়েছে-বেটি গণতন্ত্র হত্যা করেছে

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৫১

সম্প্রতি জাতীয় পার্টির কয়েকটি অফিসে হামলাকারীদের বিচার দাবি করে একে নির্বাচন বানচালে দেশি-বিদেশি চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। তিনি সম্প্রতি রাজবাড়ীতে প্রকাশ্যে মব সৃষ্টি করে একটি মাজার থেকে মৃত ব্যক্তির লাশ তুলে পোড়ানোতে দায়ীদের বিচারও দাবি করেছেন ।

রোববার বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে এক সমাবেশে তিনি এমন জঘন্য কার্যকলাপে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি করেন।

বিজ্ঞাপন

হারুন আরো বলেন, বাপ গণহত্যা চালিয়েছে-বেটি গণতন্ত্র হত্যা করেছে। হাসিনা ১৬ বছর ক্ষমতায় থেকে সাংবিধানিক প্রতিষ্ঠান ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, যার কারণে দুজনকেই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল।

মব সংস্কৃতি বন্ধ না করতে পারলে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিয়ে আবারও সরকার গঠন করার দাবি করেন হারুন।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোসিকুল ইসলাম তোসি,সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানাসহ অন্যরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত