আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারাগঞ্জে কৃষকের গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
তারাগঞ্জে কৃষকের গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি
প্রতীকী ছবি

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ঝাকুয়াপাড়ায় সংঘবদ্ধ চোরের দল কৃষকের গোয়াল ঘর থেকে ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী কৃষক মেনারুল ইসলাম জানান, প্রতিদিনের মতো গত রোববার রাতে নিজের গোয়ালঘরে গরুগুলো রেখে ঘুমাতে যান। পরদিন ভোরে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘরের দরজা ভাঙা। ভিতরে ঢুকে তিনি দেখেন ছয়টি গরুর একটিও অবশিষ্ট নেই।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন