সাজানো মামলায় আদালতের বারান্দায় কাটছে যুবকের প্রতিটি দিন

বাদশাহ ওসমানী, রংপুর
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৯: ৫৬
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ২০: ১০

রংপুরে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা ও নর্থ ভিউ হোটেলের মালিক ব্যবসায়ী শফিকুল ইসলামের বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে এক যুবককে হয়রানির অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী যুবক রাকিবুজ্জামান রাব্বি (জামান) অভিযোগ করেছেন, প্রভাবশালী ওই ব্যবসায়ী প্রশাসনের কিছু কর্মকর্তাকে তার দামি হোটেলে ফ্রি থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতেন কর্মকর্তাদের আত্মীয়-স্বজন ও তাদের পছন্দের লোকদের। এভাবে প্রশাসনের কর্মকর্তাদের প্রভাবিত করে মিথ্যা মামলা দিয়ে তার জীবনকে দুর্বিষহ করে তুলেছেন।

জামান জানান, তিনি দীর্ঘদিন ধরে শফিকুল ইসলামের মালিকানাধীন এসটিআর মোবাইল গ্যালারি ও এলডি হাউস–এ সফ্‌টওয়্যার ম্যানেজার হিসেবে চাকরি করতেন। প্রতিষ্ঠানটি রিয়েলমি, ইনফিনিক্স ও ওয়ানপ্লাসের অনুমোদিত ডিলার।

চাকরি ও আর্থিক লেনদেনের শুরু ২০১৭ সালে এলডি হাউসে যোগ দিয়ে জামান ২০২২ সাল পর্যন্ত সফ্‌টওয়্যার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তার কাজ ছিল কোম্পানি থেকে আসা মোবাইলের আইএমইআই সফটওয়্যারে সংরক্ষণ ও বিক্রির হিসাব রাখা।

প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের দায়িত্বে ছিলেন সহকারী ম্যানেজার জাকারিয়া রায়হান জয় এবং প্রধান ম্যানেজার আব্দুর রহমান।

ব্যক্তিগত উদ্যোগে জামান ‘জামান এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যাবসাও শুরু করেন এবং ব্র্যাক ব্যাংক থেকে ৫২ লাখ টাকা ঋণ নেন। অফিসে তার চেক বই রাখা থাকত, যার ডুপ্লিকেট চাবি ছিল জাকারিয়া রায়হান জয়ের কাছে— যা পরে জামান জানতে পারেন।

ঘটনার সূত্রপাত জামানের মামার সঙ্গে আব্দুর রহমানের পারিবারিক বিরোধের জেরে। এরপর জামানের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয় বলে অভিযোগ তার।

এদিকে, মালিক শফিকুল ইসলাম যখন আব্দুর রহমানকে বিগত কয়েক বছরের হিসাব দিতে বলেন, ওইসময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন জামান। একপর্যায়ে তাকে নিয়ে কবিরাজের কাছে যান সিফাত। কবিরাজের ওষুধ খেয়ে আরো শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন জামান। ধীরে ধীরে তার স্মৃতিভ্রম ঘটতে থাকে। এ সময় তার অফিসিয়াল কাজ সিফাত ও জাকারিয়া রায়হান জয়সহ অন্য স্টাফরা করে দিতেন।

এই সুযোগে আব্দুর রহমান, জয় ও সিফাত নামের আরেক কর্মচারী সফটওয়্যারে কারসাজি করে ২০ লাখ টাকার ঘাটতি দেখান বলে দাবি জামানের।

জামান জানান, অফিসে ধার দেয়া ৩০ লাখ টাকার পাওনা ফেরত চাইলে উলটো তাকে হুমকি দেয়া হয় এবং শফিকুল ইসলামের নির্দেশে তার নামে এক কোটি ৩০ লাখ টাকার আত্মসাৎ মামলা দায়ের করা হয়।

২০২৫ সালের জানুয়ারিতে রংপুর কোতোয়ালি থানার এসআই শাহানুর হোসেন ঢাকায় জামানকে গ্রেপ্তার করে রংপুরে নিয়ে যান। জামানের অভিযোগ, পথে তাকে ‘ক্রসফায়ার’-এর হুমকি দিয়ে বাধ্যতামূলক স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়। পরে আদালতে তাকে জেলহাজতে পাঠানো হয়।

১৪ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে তিনি জানতে পারেন, তার নামে আরো চারটি মামলা ও একটি জিডি হয়েছে, যার মধ্যে দুটি চেক প্রতারণার মামলা।

একটি মামলায় তার হারিয়ে যাওয়া চেকবইয়ের পাতা ব্যবহার করে ১ কোটি ৩০ লাখ টাকা বসানো হয়, যদিও ব্যাংক সেই চেক বাতিল করে। অন্য একটি মামলায় সহকারী ম্যানেজার জয়ের শ্বশুরের নামে ৬২ লাখ টাকার জাল চেক মামলা করা হয়, যার সঙ্গে জামানের কোনো লেনদেন ছিল না বলে দাবি করেন তিনি।

জামান বলেন, ‘আমি কোনো অর্থ আত্মসাৎ করিনি। প্রতিষ্ঠানটির ম্যানেজার ও ক্যাশিয়ার নিজেরা কারসাজি করে আমাকে ফাঁসিয়েছে। মালিক শফিকুল ইসলাম প্রভাব খাটিয়ে প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলা করেছেন। এখন প্রতিদিন আদালতের বারান্দায় ঘুরছি। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানান।

প্রধান ম্যানেজার আব্দুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠানে অনেক কর্মচারী আছে। আমি, রাসিফ, সিফাত ও জয় মিলে সবকিছু দেখি। জামান আমাদের মূল ম্যানেজার ছিলেন। তার কাছেই লকারের চাবি থাকত।’ তিনি দাবি করেন, ‘জামান প্রায় ১ কোটি টাকা আত্মসাৎ করেছে—এ বিষয়ে সে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।’

নিজের সম্পদ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ২৩-২৪ বছর ধরে চাকরি করছি। গ্রামের কিছু জমি ছাড়া তেমন কিছু নেই, প্রমাণও আছে।’

এদিকে, ব্যবসায়ী শফিকুল ইসলাম–এর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো জবাব দেননি।

ভুক্তভোগী জামান ও তার পরিবার এখন প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরছেন সুষ্ঠু তদন্তের আশায়। তার জীবনের গত সাত বছর ধরে যে নাটক চলে আসছে, তার প্রকৃত সত্য উদ্‌ঘাটনের দাবি করেছেন তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ভারতের ভণ্ডামি গণতন্ত্র, মধ্যপ্রাচ্যের উচিত সম্পর্ক পুনর্বিবেচনা করা

মাগুরায় প্রথম বিভাগ ফুটবল লিগে মুসলিম স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

সৌদিতে এক সপ্তাহে সাড়ে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় পাক-আফগান আলোচনা শুরু

সিসিকে হুমকির অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করলো বেলজিয়াম

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত