ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় পাক-আফগান আলোচনা শুরু

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ২২: ২৩
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ২২: ৩০

সীমান্ত সন্ত্রাস ও যুদ্ধবিরতি প্রক্রিয়া পর্যালোচনার জন্য আজ শনিবার ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় আলোচনায় বসেছে পাকিস্তান ও আফগানিস্তান।

পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার (১৯ অক্টোবর) দোহায় অনুষ্ঠিত প্রথম দফা আলোচনার ধারাবাহিকতায় ইস্তাম্বুলে আজকের এই সংলাপে বসেছে পাকিস্তান এবং আফগানিস্তান। দোহারের আলোচনা কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়েছিল, যেখানে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে তাদের সীমান্ত বাণিজ্য এখনো বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, ‘ইস্তাম্বুল আলোচনায় আমরা এমন একটি দৃঢ় পর্যবেক্ষণ কাঠামো প্রত্যাশা করছি, যা আফগান মাটি থেকে পাকিস্তানে পরিচালিত সন্ত্রাসবাদকে রোধ করবে।

আলোচনার সাথে পরিচিত সূত্র জানিয়েছে যে, পাকিস্তান সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংস করার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ ব্যাপারে পাকিস্তান স্পষ্ট করে জানিয়েছে যে, আফগান সরকারকে সন্ত্রাসী সংগঠন এবং তাদের আস্তানা নির্মূল করতে হবে।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন যে উভয় পক্ষই সম্পূর্ণ এবং অর্থবহ যুদ্ধবিরতিতে একমত হয়েছে।

এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ রোববার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম- এক্সে এক পোস্টে বলেন, যুদ্ধবিরতি চূড়ান্ত করা হয়েছে, ইস্তাম্বুলে বিস্তারিত আলোচনা হবে।

ইস্তাবম্বুলের আলোচনয়া পাকিস্তান থেকে প্রতিনিধিত্ব করছেন দুই সদস্যের নিরাপত্তা কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল। অন্যদিকে আফগান প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রহমতুল্লাহ মুজিব এবং আফগান স্বরাষ্ট্রমন্ত্রী নূর আহমেদ নূরের ভাই আনাস হাক্কানি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত