রংপুরে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ২১: ৪৯
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ২১: ৫৩

গণশুনানি ও প্রচার ছাড়া প্রিপেইড মিটার সংযোগের বিরুদ্ধে রংপুরে মানববন্ধন করেছে সাধারণ গ্রাহকরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রিপেইড মিটার খুলে পুরাতন মিটার স্থাপনের হুঁশিয়ারি দেন তারা।

বৃহস্পতিবার নগরীর শাপলা চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, অযৌক্তিকভাবে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন করে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে। বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা গ্রাহকদের সেবা না দিয়ে উল্টো প্রিপেইড মিটার স্থাপনের মাধ্যমে লুটপাট শুরু করেছে। বিদ্যুৎ লাইন বন্ধ থাকলেও মিটার থেকে টাকা কাটা হয়। তাছাড়া একাধিকবার কার্ড ক্রয়ের ঝামেলা পোহাতে হয় এবং হঠাৎ মিটার লক হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এই প্রিপেইড মিটারের লক লাগলে বার বার বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও সমাধান হয় না।

এর আগে নগরীর কলেজ রোডস্থ নেসকোর প্রধান কার্যালয়ের সামনে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এদিকে গত ১৭ ডিসেম্বর নেসকোর প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সে সময় জানুয়ারির প্রথম সপ্তাহে গণশুনানি করার কথা জানালেও দুঃখের বিষয়, তার আগেই সংযোগ স্থাপন শুরু করে দিয়েছে। গ্রাহকদের ধোঁয়াশার মধ্যে রেখে তারা নতুন করে লুটপাটের পথ তৈরি করছে।

নেসকো রংপুর সার্কেল ১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসনাত জামান বলেন, গণশুনানি অচিরেই করা হবে। জেলার সমন্বয় সভা, বিভাগীয় কমিশনার এবং সিটি করপোরেশনে বিষয়টি অবহিত করা হয়েছে। প্রিপেইড মিটারের ভালো দিক রয়েছে, তবে অনেকে হয়তো ভালোভাবে বিষয়টি জানেন না। যার কারণে গ্রাহক পর্যায়ে নেতিবাচক আলোচনা হচ্ছে। যখন বিষয়টি পরিষ্কার হবে, তখন আর নেতিবাচক আলোচনা থাকবে না। এ সময় তিনি সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, রংপুর নগরীতে নেসকো বিদ্যুৎ বিতরণ বিভাগ ৩-এর আওতায় গত ২২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রিপেইড মিটার সংযোগ। রংপুরের অন্যান্য বিতরণ বিভাগেও সংযোগ শুরু হয়েছে। সীমিত পরিসরে সংযোগেই গ্রাহকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত