কোরবানির হাটে গরু-ছাগল পরিবহনে চাঁদাবাজি, আটক ৪

উপজেলা প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর)
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১৫: ০৮
আপডেট : ০৩ জুন ২০২৫, ১৫: ০৯

দিনাজপুরের ঘোড়াঘাটে গরু-ছাগল পরিবহনের চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের কারণে চারজনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার সন্ধা ৬টার দিকে উপজেলার রানীগঞ্জ কুরবানীর গরুর-ছাগলের হাট থেকে তাদেরকে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, উপজেলার নুরপুর এলাকার মামুনুর রশিদ (৫০), দুদুমিয়া (৫৫), আব্দুল হাকিম (৫৭), ও ভাতছালা গ্রামের আযাহার আলী (৫৪)।

ঘোড়াঘাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন বলেন, তারা সংগঠনের কথা বলে গরু-ছাগল পরিবহনের চালকের নিকট থেকে অবৈধভাবে দিনের পর দিন চাঁদা আদায় করে আসছিলো। আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে এ নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত