লালমনিরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৩

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১৬: ৫৪

লালমনিরহাটে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তাদের সাথে থাকা ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি নোহা মাইক্রোবাস আটক করা হয়েছে।

সোমবার উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়বাড়ি রোড সাকোয়া টিকটিকির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত বাদল কুমার মন্ডল অস্ত্র ও মাদক উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন- ঢাকা জেলার ধামরাই থানার বাংগোলা এলাকার ন‌ওশের আলীর ছেলে জুয়েল (২৮), মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের ছোট সাকরাইল এলাকার সুদেব হালদার এর ছেলে লিটন হালদার (২৭), এক‌ই থানার খালিশা গ্রামের মো. আজিজের ছেলে আসলাম (৩৫)।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত