সাঘাটায় শিবির নেতা হত্যা, তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

উপজেলা প্রতিনিধি, (সাঘাটা) গাইবান্ধা
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ২৩: ৫০

গাইবান্ধার সাঘাটায় সিজু নামে এক যুবককে থানার সামনের পুকুরে পিটিয়ে হত্যার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

বিজ্ঞাপন

তিনি সাংবাদিকদের জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি জানান, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

এ সময় তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন ও যথাযথ ব্যবস্থা গ্রহণই আমাদের লক্ষ্য।

গত বৃহস্পতিবার থানায় যান সিজু মিয়া। শনিবার পুকুরে সিজুকে পুলিশ পিটিয়ে হত্যার একটি ভিডিও ভাইরাল হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরে সেই দিনই গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে এলাকাবাসি। পরের দিন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করে সচেতন নাগরিক ও স্থানীয়রা।

নিহত সিজু মিয়া গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাগুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি গিদারি ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ও ডিগ্রি ২য় বর্ষের ছাত্র ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত