দিনাজপুর-৬ আসনে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৭: ৫০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদুরিয়া ইউনিয়ন শাখার আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত।

বিজ্ঞাপন

রোববার (৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর বাজার এলাকা থেকে এ শোভাযাত্রা শুরু হয়।

অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় সমর্থক ও যুব সমাজের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতিহারা-ভাদুরিয়া গুরুত্বপূর্ণ এলাকাগুলো অতিক্রম করে আবার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজে এসে শেষ হয়।

এসময় জামায়াত মনোনীত দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম শোভাযাত্রায় নেতৃত্ব দেন। তিনি বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। শান্তি, ন্যায়বিচার ও জনকল্যাণ-ভিত্তিক সমাজ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের ধাপেই আজকের এই গণ-উদ্যোগ।

শোভাযাত্রায় নেতারা দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে জনগণ দলীয় প্রতিহিংসা, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। তারা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানান এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত