
উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদুরিয়া ইউনিয়ন শাখার আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত।
রোববার (৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর বাজার এলাকা থেকে এ শোভাযাত্রা শুরু হয়।
অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় সমর্থক ও যুব সমাজের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতিহারা-ভাদুরিয়া গুরুত্বপূর্ণ এলাকাগুলো অতিক্রম করে আবার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজে এসে শেষ হয়।
এসময় জামায়াত মনোনীত দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম শোভাযাত্রায় নেতৃত্ব দেন। তিনি বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। শান্তি, ন্যায়বিচার ও জনকল্যাণ-ভিত্তিক সমাজ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের ধাপেই আজকের এই গণ-উদ্যোগ।
শোভাযাত্রায় নেতারা দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে জনগণ দলীয় প্রতিহিংসা, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। তারা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানান এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদুরিয়া ইউনিয়ন শাখার আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত।
রোববার (৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর বাজার এলাকা থেকে এ শোভাযাত্রা শুরু হয়।
অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় সমর্থক ও যুব সমাজের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতিহারা-ভাদুরিয়া গুরুত্বপূর্ণ এলাকাগুলো অতিক্রম করে আবার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজে এসে শেষ হয়।
এসময় জামায়াত মনোনীত দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম শোভাযাত্রায় নেতৃত্ব দেন। তিনি বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। শান্তি, ন্যায়বিচার ও জনকল্যাণ-ভিত্তিক সমাজ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের ধাপেই আজকের এই গণ-উদ্যোগ।
শোভাযাত্রায় নেতারা দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে জনগণ দলীয় প্রতিহিংসা, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। তারা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানান এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের সীমান্তের কাছে ভারত তিনটি নতুন ঘাঁটি স্থাপন করেছে বলে খবর বের হয়। সেসব ঘাঁটিতে নানা ধরনের আধুনিক অস্ত্র মোতায়েন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এসব প্রতিবেদনে। এরপর থেকে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
৬ মিনিট আগে
অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান মৃধা (৬২) এবং কাকড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আউয়াল বিশ্বাসকে (৫৫) পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগে
মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বাসটি প্রত্যেকদিন শিবালয় উথলী, টেপরা ফলসাটিয়া, বরংগাইল, মহাদেবপুরসহ নানাবিধ এলাকা থেকে শিক্ষার্থীদের তুলে গিলোন্ডো স্কুলে আনা-নেয়া করে এবং ছাত্রছাত্রীদের নিয়ে নিজ নিজ এলাকায় নামিয়ে দিয়ে সারমানু পেট্রোল পাম্পে পার্কিং করে রাখে। ঘটনার দিন একইভাবে স্কুলবাস
২০ মিনিট আগে
দৈনিক যুগান্তর পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি মিজানুর রহমানের কাছে রহস্যজনক সমন পাঠিয়েছে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন।অতিরিক্ত পুলিশ সুপার নোটিশে তথ্য প্রমাণাদিসহ নিজ দপ্তরে হাজির হবার নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক ১০ নভেম্বর সকাল ১১টায় হাজির হতে হবে। কিন্তু কোন অভিযোগের সাক্ষ্
৩৬ মিনিট আগে