যাত্রার নামে অশ্লীল নাচ-জুয়া বন্ধে বিক্ষোভ ও স্মারকলিপি

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৫৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়ায় আদিবাসী মিলন মেলার নামে যাত্রাপলায় জুয়া, হাউজি ও অশ্লীল নৃত্যসহ অসামাজিক কার্যক্রম বন্ধের দাবীতে উপজেলা ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে উপজেলা ওলামা পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জ পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসাররের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মুফতি আতাউর রহমান, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, মাওলানা আকরাম হোসেন, মাওলানা আইয়ুব হোসেন আইয়ুবী, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মোতিন মোল্লা প্রমূখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত