ড়িগ্রামের রাজারহাট-আনন্দবাজার সড়কের বিভিন্ন অংশে গর্ত খনন করে রক্ষণাবেক্ষণ কাজ শুরুর পর ১ বছরেরও বেশি সময় ধরে কাজ বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ।
জানা গেছে, গত ২০২৩ সালে রাস্তাটির রক্ষণাবেক্ষণ কাজের টেন্ডার করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আরসিআইপি (রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট)। কাজের প্রাক্কলিত মূল্য ১৭ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ৩৬৫ টাকা ধরা থাকলেও প্রায় ১৬% লেসে ১৪ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ১০ টাকায় নিয়ে চুক্তিবদ্ধ হন রংপুরের ঠিকাদার খায়রুল কবির রানা। এরপর ২০২৪ সালের আগস্ট মাসে কাজ শুরু হয়। এমনিতেই দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশে পিচ ও খোয়া উঠে খানাখন্দর ছিল। তার ওপর রাস্তা খুঁড়ে এবং পুরাতন রাস্তার ইট-পাথর উল্টে রেখে খননের পর এক বছরেরও বেশি সময় ধরে কাজ বন্ধ রাখায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি।
চুক্তির শর্তানুযায়ী ২০২৬ সালের ৩০ জানুয়ারি কাজটি সমাপ্তির কথা রয়েছে। রাজারহাট উপজেলা সদর বাজারের পুরাতন সোনালী ব্যাংক মোড় থেকে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারের ওপর দিয়ে উলিপুর-কুড়িগ্রাম সড়কের সঙ্গে সংযোগ সড়কটি দুই উপজেলার জন্য অত্যন্ত জনগুরুত্বপূর্ণ।
১২ কিলোমিটারের এই সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন এবং পথচারী চলাচল করে। এছাড়া উপজেলার উমর মজিদ ইউনিয়ন থেকে রাজারহাট উপজেলা সদরে যাতায়াতের অন্যতম সড়ক এটি। সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় অন্তত ১৫ গ্রামের ৩০ হাজার মানুষের ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় বাসিন্দা ও অটোচালক মোস্তফা মিয়া বলেন, রাস্তা খননের পর কাজ বন্ধ রাখায় রাস্তার অবস্থা খুব খারাপ হয়েছে। ফলে রাস্তায় ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করতে হয় । কলেজ ছাত্র সুমন বলেন, স্কুল-কলেজ শিক্ষার্থীদের এই রাস্তায় চলাচল করতে অসুবিধা হচ্ছে।
স্থানীয় চাকিরপশার ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক শহিদুল ইসলাম বলেন, বাড়িতে যদি আগুন লাগে তাহলেও ফায়ার সার্ভিস এবং অসুস্থ রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স আসতে পারে না।
ঠিকাদার খাইরুল কবির রানা বলেন, কিছু সমস্যা ছিল, এখন কাজটি শুরু করা হবে। এলজিইডির রাজারহাট উপজেলা প্রকৌশলী (চলতি দায়িত্ব) আব্দুর রশিদ বলেন, রাজারহাট-আনন্দবাজার সড়ক ভায়া ফরকেরহাট প্রায় ১২ কিলোমিটার রাস্তা ঠিকাদার খায়রুল কবির রানা ২০২৪ সালের প্রারম্ভে কাজটি শুরু করেন। শুরু করার পর মাঝে মাঝে বন্ধ রাখেন । বন্ধ রাখার কারণে জনদুর্ভোগ দেখা দিয়েছে।

