কুড়িগ্রামের উলিপুর-৩ আসনে সদ্য ঘোষিত বিএনপির প্রার্থী তাসভীরুল ইসলামকে পরিবর্তনের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মনোনয়ন বঞ্চিত আব্দুল খালেক গ্রুপের নেতারা-কর্মীরা।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় উলিপুর বাজারের পোস্ট অফিস মোড় থেকে মিছিলটি বের হয়ে থানা মোড় প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
এসময় দলের মনোনয়নে স্বচ্ছতার দাবি ও বর্তমান প্রার্থী তাসভীরকে পরিবর্তনের আহবান জানান তারা।
বিক্ষোভকারীরা জানান, বিএনপির ত্যাগী নেতা আব্দুল খালেককে বাদ দিয়ে সংস্কারপন্থী নেতা তাসভীরকে প্রার্থী ঘোষণা করায় কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এজন্য দলীয় ফোরামে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান তারা।
বিএনপি নেতা মতলেবুর রহমান বলেন, উলিপুরের আন্দোলনে তাসভীরুল ইসলামকে কোনোদিন পাওয়া যায়নি, রাজপথে কোনোদিন দেখা যায়নি, ১৭ বছরের আন্দোলনে জেল-জুলুম কোনো কিছুতেই তাকে খুঁজে পাওয়া যায়নি এমনকি হাসিনা বিরোধী আন্দোলনে কাতার গিয়েছিলেন বিশ্বকাপ খেলা দেখতে। এমন একজন সংস্কারপন্থীকে প্রার্থী ঘোষণা করায় আমরা আন্দোলনে নেমেছি।
কৃষক দলের নেতা হামিদুল হক বলেন, ৩০ বছর থেকে বিএনপির রাজনীতি করি কিন্তু আমাদের উলিপুরে ভালো কোনো প্রার্থী পাইনা। আজকে উলিপুরে যাকে প্রার্থী করা হয়েছে এক সময় তিনি বিএনপির নমিনেশন না পেয়ে হরিণ মার্কা প্রতীকে নির্বাচন করেছিলেন। তারা বিগত সরকারের আমলে আওয়ামী লীগের সাথে আতাত করে রাজনীতি করেছে। আমরা এই প্রার্থীর পরবর্তে উলিপুর বিএনপির দুর্দিনের নেতা আব্দুল খালেক ফারুককে চাই।

