নীলফামারীতে অর্ধকোটি টাকার হেরোইন উদ্ধার

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ৩৮

নীলফামারীতে যাত্রীবাহী বাস থেকে ৪৩ লাখ ৪০ হাজার টাকার হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ব্যাটালিয়ন।

বিজ্ঞাপন

গতকাল রাত সাড়ে ৯টায় জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল

এলাকায় অবস্থিত ৫৬ বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জসিম উদ্দিন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৭টায় ৫৬ বিজিবির সহকারী পরিচালক জসিম উদ্দিনের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের ১ নম্বর গেটের সামনে নীলফামারী-সৈয়দপুর সড়কে বিশেষ চেকপোস্ট বসানো হয়।

এ সময় ডোমার থেকে সৈয়দপুরগামী সারওয়ার এন্টারপ্রাইজের (বগুড়া জ-১১-০০৬১) একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাসের ভিতর থেকে ২ কেজি ১৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার মূল্য আনুমানিক ৪৩ লাখ ৪০ হাজার টাকা। তবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি ডোমার থেকে সৈয়দপুরগামী যাত্রীবাহী

বিসমিল্লাহ পরিবহনের (টাঙ্গাইল-জ-১১-০০৬৭) একটি বাসে একই স্থানে অভিযান চালিয়ে বিজিবি মালিকবিহীন অবস্থায় ৯৭০ গ্রাম হেরোইন এবং ৮৬০ গ্রাম কোকেন উদ্ধার করে, যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৬২ লাখ টাকা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত