জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে মুখ থুবড়ে পড়া একমাত্র ভারী শিল্প কারখানা সুগার মিল প্রাণ ফিরে পেয়েছে । আবারও নতুন করে আখ চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। আখ চাষে আগ্রহী হচ্ছে কৃষকরা ।
ঠাকুরগাঁও সুগার মিল তথ্য মতে গত বছরে ঠাকুরগাঁও সুগার মিলে আখ মাড়াই হয়েছে ৫২ হাজার মেট্রিক টন। যা বেড়ে এবার হয়েছে ৭৪ হাজার মেট্রিক টন। চলতি মৌসুমের আখ রোপণ অনুযায়ী আগামী বছর ১ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশা করছে ঠাকুরগাঁও সুগার মিল কর্তৃপক্ষ।
চিনি উৎপাদনের মূল কাঁচামাল আখ। শুধু ঠাকুরগাঁও সুগার মিল ১০০ দিন চালাতে ১৫০ লাখ মেট্রিক টন আখের প্রয়োজন হয়। তবে আখ চাষে স্বল্প মুনাফা ও আখ বিক্রির টাকা পরিশোধে দীর্ঘ সময়ের জটিলতায় আখ চাষ থেকে চাষিরা মুখ ফিরিয়ে নেয়। তাই পর্যাপ্ত আখের আবাদ কমতে থাকে, বাড়তে থাকে লোকসানের বোঝা। ইতোমধ্যে পঞ্চগড় সুগার মিল ও সেতাবগঞ্জ সুগার মিল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
শঙ্কা ঠাকুরগাঁও সুগার মিল টিকে থাকা নিয়ে। তবে আখ চাষিদের আগ্রহী করতে ২০২৪-২৫ আখমাড়াই মৌসুমে প্রতি কুইন্টাল দাম বাড়িয়ে নির্ধারণ করে ১৫০ টাকা সরকার। আগে আখ বিক্রির টাকা চাষিদের হাতে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হতো। তবে নতুন ব্যবস্থায় মিলে আখ দেবার দুই থেকে তিন দিনের মধ্যে টাকা পরিশোধ করেছে মিল কর্তৃপক্ষ। ন্যায্য পাওনা সঙ্গে সঙ্গেই পাওয়ায় আবারও আখচাষে ঝুঁকছে চাষিরা।
ঠাকুরগাঁও আখানগর এলাকার কৃষিবিদ চাষি আব্দুল করিম বলেন, কৃষক ফসল তুলে তা বিক্রি করার টাকা দিয়ে আবার নতুন করে ফসল রোপণ করে। যা কৃষকের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় । তাছাড়া আখ বিক্রি করে তেমন মুনাফা পেত না। এখন যেহেতু দ্রুত সময়ে টাকা পেতে কৃষকের বেগ পেতে হচ্ছে না। তাই আবারও আখচাষ শুরু করেছে।
দেবীপুর ইউনিয়নের আখচাষি আনসারুল ইসলাম বলেন, সুগার মিলের নতুন দাম ও নিয়ম করার পরে আখচাষ লাভের মুখ দেখার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাই আখচাষ পুনরায় শুরু করেছি।
ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাজান কবির বলেন, আখচাষিদের আগ্রহ বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী মৌসুমগুলোতে চাহিদা অনুযায়ী আখের জোগান পাওয়া যাবে বলে আশা করছি। এভাবে আখচাষ বাড়ানো সম্ভব হলে ধ্বংসের হাত থেকে একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সুগার মিলকে বাঁচানো সম্ভব বলে মনে করছে সচেতন মহল।
ঠাকুরগাঁওয়ে মুখ থুবড়ে পড়া একমাত্র ভারী শিল্প কারখানা সুগার মিল প্রাণ ফিরে পেয়েছে । আবারও নতুন করে আখ চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। আখ চাষে আগ্রহী হচ্ছে কৃষকরা ।
ঠাকুরগাঁও সুগার মিল তথ্য মতে গত বছরে ঠাকুরগাঁও সুগার মিলে আখ মাড়াই হয়েছে ৫২ হাজার মেট্রিক টন। যা বেড়ে এবার হয়েছে ৭৪ হাজার মেট্রিক টন। চলতি মৌসুমের আখ রোপণ অনুযায়ী আগামী বছর ১ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশা করছে ঠাকুরগাঁও সুগার মিল কর্তৃপক্ষ।
চিনি উৎপাদনের মূল কাঁচামাল আখ। শুধু ঠাকুরগাঁও সুগার মিল ১০০ দিন চালাতে ১৫০ লাখ মেট্রিক টন আখের প্রয়োজন হয়। তবে আখ চাষে স্বল্প মুনাফা ও আখ বিক্রির টাকা পরিশোধে দীর্ঘ সময়ের জটিলতায় আখ চাষ থেকে চাষিরা মুখ ফিরিয়ে নেয়। তাই পর্যাপ্ত আখের আবাদ কমতে থাকে, বাড়তে থাকে লোকসানের বোঝা। ইতোমধ্যে পঞ্চগড় সুগার মিল ও সেতাবগঞ্জ সুগার মিল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
শঙ্কা ঠাকুরগাঁও সুগার মিল টিকে থাকা নিয়ে। তবে আখ চাষিদের আগ্রহী করতে ২০২৪-২৫ আখমাড়াই মৌসুমে প্রতি কুইন্টাল দাম বাড়িয়ে নির্ধারণ করে ১৫০ টাকা সরকার। আগে আখ বিক্রির টাকা চাষিদের হাতে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হতো। তবে নতুন ব্যবস্থায় মিলে আখ দেবার দুই থেকে তিন দিনের মধ্যে টাকা পরিশোধ করেছে মিল কর্তৃপক্ষ। ন্যায্য পাওনা সঙ্গে সঙ্গেই পাওয়ায় আবারও আখচাষে ঝুঁকছে চাষিরা।
ঠাকুরগাঁও আখানগর এলাকার কৃষিবিদ চাষি আব্দুল করিম বলেন, কৃষক ফসল তুলে তা বিক্রি করার টাকা দিয়ে আবার নতুন করে ফসল রোপণ করে। যা কৃষকের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় । তাছাড়া আখ বিক্রি করে তেমন মুনাফা পেত না। এখন যেহেতু দ্রুত সময়ে টাকা পেতে কৃষকের বেগ পেতে হচ্ছে না। তাই আবারও আখচাষ শুরু করেছে।
দেবীপুর ইউনিয়নের আখচাষি আনসারুল ইসলাম বলেন, সুগার মিলের নতুন দাম ও নিয়ম করার পরে আখচাষ লাভের মুখ দেখার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাই আখচাষ পুনরায় শুরু করেছি।
ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাজান কবির বলেন, আখচাষিদের আগ্রহ বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী মৌসুমগুলোতে চাহিদা অনুযায়ী আখের জোগান পাওয়া যাবে বলে আশা করছি। এভাবে আখচাষ বাড়ানো সম্ভব হলে ধ্বংসের হাত থেকে একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সুগার মিলকে বাঁচানো সম্ভব বলে মনে করছে সচেতন মহল।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
২ ঘণ্টা আগে