আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

দিনাজপুরে তাপমাত্রা আরো কমেছে, বেড়েছে শীতের তীব্রতা। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। গতকাল একই সময়ে তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

বিজ্ঞাপন

তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা আরো বেড়েছে। শীতের কারণে মানুষ, গবাদি পশু ও অন্যান্য পশুপাখি কাহিল হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ বেশি বিপাকে পড়েছে। শীতে কাজ না পেয়ে কষ্টে জীবনযাপন করছে তারা।

দিনাজপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গত দুই দিন সূর্য দেখা যায়নি। সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশা ও হিমেল হাওয়া। এতে শীতের তীব্রতা বেড়েছে। এ অবস্থা আরো দু-এক দিন থাকতে পারে—এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস।

কনকনে শীতে মানুষ, গবাদি পশু, কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণী খুব কষ্টে রয়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবারর (৬ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

তিনি আরো জানান, গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখ রাত থেকে দিনাজপুর জেলার ওপর দিয়ে একটি মৃদু শৈতপ্রবাহ শুরু হয়, যা পরে আশপাশের জেলা ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীতে বিস্তার লাভ করেছে। চলমান শৈতপ্রবাহটি অব্যাহত থাকতে পারে এবং এটি আরো বিস্তার লাভ করতে পারে।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...