রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ারপাড়া গ্রামে মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় এবং তাঁর স্ত্রী সুর্বণা রায়কে নৃশংসভাবে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনের সংসদ পদপ্রার্থী এ টি এম আজহারুল ইসলাম।
রোববার দুপুরে তিনি নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
পরিদর্শনকালে এ টি এম আজহারুল ইসলাম বলেন, এটি একটি নির্মম ও হৃদয়বিদারক হত্যাকাণ্ড। অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তবে তদন্তের নামে যেন কোনো নিরীহ ব্যক্তি হয়রানির শিকার না হন, সে বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।
তিনি রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। এ ছাড়া নিহত দম্পতির ছেলে, জয়পুরহাটে র্যাব–৫ এ কর্মরত সুবেন্দ্র রায়কেও তিনি সমবেদনা জানান এবং ধৈর্য ধারণের পরামর্শ দেন।
উল্লেখ্য, শনিবার দিনগত রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তাঁর স্ত্রী সুর্বণা রায় (৬০)-কে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

