ফুলবাড়ীর গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধরা উন্নত চিকিৎসার্থে গেলেন থাইল্যান্ড

ইউনুছ আলী আনন্দ, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২২: ০৩

সরকারি পৃষ্ঠপোষকতায় ২০২৪ সালের ১৯ জুলাইয়ের গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে গুরুতর আহত ফুলবাড়ীর কাশিপুর ইউনিয়নের জুলাইযোদ্ধা ওবায়দুল হক উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন। তার সঙ্গে আরও ১৩ জন গুরুতর আহত জুলাইযোদ্ধা গেছেন।

বিজ্ঞাপন

বুধবার (সকাল ১১টা) বাংলাদেশ বিমানের ৭৩৭-৮০০ জেট বিমানে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে তারা ভিজথানী হাসপাতাল (Vejthani Hospital) এ চিকিৎসা নেবেন।

ওবায়দুল হক ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরা টিভি সেন্টারের নিকট পুলিশের গুলিতে আহত হন। গুলি তার ডান কাঁধ ভেদ করে পিঠ দিয়ে বের হয়। তখন থেকেই তিনি দীর্ঘ এক বছরের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে ১৯ সেপ্টেম্বর আমার দেশে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি বিদেশে উন্নত চিকিৎসা ও কর্মসংস্থানের দাবি জানিয়েছিলেন। অবশেষে সরকারি উদ্যোগে তার সেই দাবি পূরণ হলো।

বিমানবন্দরে রওনা হওয়ার আগে ওবায়দুল হক মোবাইল ফোনে দেশবাসীর কাছে তার এবং অন্যান্য আহত জুলাইযোদ্ধাদের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত