আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পার্বতীপুরে ভুয়া পুলিশ আটক

উপজেলা প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর)
পার্বতীপুরে ভুয়া পুলিশ আটক

দিনাজপুরের পার্বতীপুরে নিজেকে পুলিশের সিনিয়র সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে মোক্তার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই ভুয়া পুলিশ সদস্য পার্বতীপুর পৌরসভার ধুপি পাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।

মোক্তার হোসেনকে শনিবার গভীর রাতে আটক করা হয়।

বিজ্ঞাপন

ঘটনার দিন নেশাগ্রস্ত অবস্থায় মোক্তার পার্বতীপুর মডেল থানায় প্রবেশ করে কর্তব্যরত পুলিশ সদস্যদের সাথে খারাপ আচরণ করতে থাকেন। পরে থানার ওসির রুমে ঢুকে মাতলামি শুরু করলে পুলিশ তাকে আটক করে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোক্তারকে ২০ দিনের কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করেন।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এলাকাবাসী এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন