৫ দিনের রিমান্ডে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান

রংপুর অফিস
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ১২: ১৬

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শুক্রবার সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ ১৫ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

রংপুর মেট্রো পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, ভিকটিম মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় আসামি লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদকে মেট্রোপলিটন আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. মুস্তাফিজার রহমান। তিনি মেট্রোপলিটন আদালতে আসামিকে হাজির করে ১৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক দেবী রানী রায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার মুন্না হত্যা ও রাজধানীর যাত্রাবাড়ী থানার ২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার রাতে মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলিতে আপন ছোট ভাই ওহেদুজ্জামান কনকের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত