আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে শিক্ষকরাই: এটিএম আজহারুল ইসলাম

রংপুর অফিস
সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে শিক্ষকরাই: এটিএম আজহারুল ইসলাম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দেশ জাতি এবং সমাজ পরিবর্তনে বড় ভূমিকা পালন করতে পারে শিক্ষক সমাজ। তাড়াতাড়ি সঠিকভাবে শিক্ষক কর্মচারী এবং সমাজের শিক্ষিত মানুষদের মোটিভেশন করে ভালো পরামর্শ দিয়ে ভালো কাজ শিখিয়ে দিনের এবং ইসলামের পরিপূর্ণ শিক্ষা দিয়ে দেশ রাষ্ট্র এবং সমাজের পরির্তন করতে পারেন। কারণ শিক্ষকদের এবং শিক্ষিতদের সবাই সম্মান ও শ্রদ্ধার চোখে দেখে।

বিজ্ঞাপন

শনিবার সকালে রংপুরের তারাগঞ্জ ওয়াক্ফ এস্টেট কামিল মাদ্রাসার হল রুমে শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তারাগঞ্জ কামিল মাদ্রাসা অধ্যক্ষ ড.এ এস এম, আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা আমির কামারুজ্জামান, তারাগঞ্জ উপজেলা আমির আলমগীর হোসেনসহ শিক্ষক কর্মচারীবৃন্দ।

তিনি আরো বলেন, জুলাই-আগস্টে ছাত্ররা জীবন দিয়ে নতুন করে যেভাবে স্বাধীন করেছে সেখানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। তাই সমাজ গঠনে তাদেরকে অগ্রণী ভূমিকায় থাকতে হবে।

এটিএম আজহার বলেন, শিক্ষকদের সঠিক শিক্ষা ও দিক নির্দেশনায় শিক্ষার্থী এবং যুব সমাজ সঠিক পথে এগিয়ে যাবে। তাই শিক্ষকদের দ্বীনি শিক্ষার পাশাপাশি ইসলামের সঠিক জ্ঞান ছাত্রদের মাঝে বুঝিয়ে দিতে হবে। পাশাপাশি কর্মচারীদের কর্ম দক্ষতা ও ভূমিকা প্রতিষ্ঠানের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি ভাবমুর্তি প্রবৃদ্ধি করে।

এরপরে তারাগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর মহিলা সদস্যের সাথে মতবিনিময় করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন