৩ মাসে ৩ দিন অফিসে চেয়ারম্যান, ভোগান্তিতে নাগরিকরা

উপজেলা প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৪: ০০
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৭: ৫৮

রংপুরের বদরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের পরই আত্মগোপণে চলে যান ১৫ লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রাকিব হাসান (ডলুশাহ)। পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি মালিহা খানম। তার বদলি জনিত কারণে পুনরায় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়ে পড়ায় ১৩ এপ্রিল ২০২৫ সমাজ সেবা কর্মকর্তা শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

তিনি দায়িত্বগ্রহণের পর সাড়ে তিনমাসে অফিস করেছেন মাত্র তিনদিন। ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান ইউনিয়ন পরিষদে না আসার কারনে চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। শুধু তাই নয় পরিষদের কাজকর্ম স্থবির হয়েও পড়েছে।

এ ব্যাপারে সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান) শরিফুল ইসলাম অফিস না আসার বিষয়টি অকপটে আমার দেশকে জানিয়েছেন। তিনি বলেন, আরো দুই একটি অফিসে অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে সেখানে যেতে পারি না। ফলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ পরিষদে এসে চেয়ারম্যানের দেখা না পেয়ে তার একটি স্বাক্ষরের জন্য ১৮ থেকে ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয় উপজেলা পরিষদের সমাজসেবা কার্যালয়। সেখানে গিয়ে অনেক সময় চেয়ারম‍্যানের দেখা না পেয়ে ফিরে আসছেন সেবা গ্রহীতারা।

রোববার সাড়ে ১২টায় বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি উনার কাছ থেকে কথা বলে একটু পরে আপনাকে কমেন্ট করছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত