বদরগঞ্জে একদিনে নারী-পুরুষের দুই লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৯: ০৩

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ছয় ঘণ্টার ব‍্যবধানে এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে পৌর শহরের মাস্টারপাড়ার নিজ বাসা থেকে উর্মিলা বেগম নামের এক নারীর পচন ধরা লাশ উদ্ধার করা হয়েছে। অপরদিকে বিকাল সাড়ে ৫টায় পৌর শহরের ফেচকিপাড়া মহল্লার মোকলেছুর রহমানের পুত্র রাকিব হোসেন (২৫)-এর ঝুলন্ত লাশ তার শয়নকক্ষ থেকে উদ্ধার করে পুলিশ।

বদরগঞ্জ থানার পুলিশ লাশ দুটি উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে তাদের অপমৃত্যুর কারণ জানা যায়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত