ফুলবাড়ীতে ব্যতিক্রমী বউ-শাশুড়ি মেলা

ইউনুছ আলী আনন্দ, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২২: ১১

গর্ভবতী নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব তুলে ধরতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী বউ-শাশুড়ি মেলা। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ মেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মেলার আয়োজন করে পরিবার পরিকল্পনা বিভাগ ও ল্যাম্ব, আর্থিক সহযোগিতা প্রদান করে ইউএনএফপি। এতে নাওডাঙ্গা ইউনিয়নের শতাধিক নারী, কিশোরী শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা দপ্তরের সহকারী পরিচালক মেজবা উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমওএমসিএইচ-এর ডা. ফেরদৌসি খাতুন, জাপাইকো জেলা সমন্বয়ক ডা. শুভাশ্রী, ল্যাম্ব-এর প্রজেক্ট অফিসার বাদল এককা, জেলা ফ্যাসিলিটেটর মনজুরা বেগম ও ইসলামি রিলিফ বাংলাদেশের গ্যাব্রিয়েল কিসকু। অনুষ্ঠান পরিচালনা করেন ফুলমতি কমিউনিটি ক্লিনিকের সিএইসিপি আতিকুর রহমান।

আলোচনা সভায় বক্তারা প্রসব পূর্ব ও পরবর্তী সেবা, ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা প্রদানের গুরুত্ব এবং কিশোর-কিশোরীদের জন্য বিশেষ কাউন্সেলিং চালুর ওপর জোর দেন। একই সঙ্গে বউ-শাশুড়িদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গ্রামাঞ্চলে প্রাতিষ্ঠানিক ডেলিভারির সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বক্তারা উল্লেখ করেন, কুড়িগ্রামে প্রায় এক লাখ প্রতিবন্ধী শিশু রয়েছে। ঘরে প্রসব করার কারণে প্রতিবন্ধী শিশুর সংখ্যা বাড়ছে। তাই বিনামূল্যে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রসব সেবা গ্রহণের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

মেলায় প্রদর্শিত ছয়টি স্টলে ছিল প্রসব পূর্ব ও পরবর্তী সেবা ও পরামর্শ কর্নার, ভায়া পরীক্ষা ও রক্ত পরীক্ষা কর্নার ডায়াবেটিস পরীক্ষা কর্নার কিশোরী কর্নার ও ফিস্টুলা কাউন্সেলিং কর্নার। সকাল থেকে বিকেল পর্যন্ত এসব স্টলে শতাধিক নারী বিভিন্ন সেবা গ্রহণ করেন।

এই ব্যতিক্রমী মেলার মাধ্যমে নারী সমাজে স্বাস্থ্যসেবা ও সচেতনতার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত