আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঠাকুরগাঁও-১ আসন, মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১ আসন, মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে মহাসচিবের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন।

বিজ্ঞাপন

জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বিকেলে তার পরিবারের একজন এসে ফরম সংগ্রহ করেছেন।

ঠাকুরগাঁও-১ আসন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের খবর প্রকাশের পর স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে ও চায়ের আড্ডা থেকে প্রায় সব জায়গায় শুরু হয়েছে আলোচনা।

জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে বৃহস্পতিবার বিকেলে আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। এর আগে গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনে মহাসচিব নিজেই তার নাম ঘোষণা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন