আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: সুবিপ্রবি ভিসির শোক

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: সুবিপ্রবি ভিসির শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. সারফুদ্দিন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

শোকবার্তায় উপাচার্য বলেন, মাইলস্টোন স্কুলে শিক্ষার্থীদের হতাহতের ঘটনা খুবই বেদনাদায়ক। এ শোক সহিবার নয়। আমি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। একইসাথে দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন