মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: সুবিপ্রবি ভিসির শোক

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৩: ২৮
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৫: ৫২

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. সারফুদ্দিন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

শোকবার্তায় উপাচার্য বলেন, মাইলস্টোন স্কুলে শিক্ষার্থীদের হতাহতের ঘটনা খুবই বেদনাদায়ক। এ শোক সহিবার নয়। আমি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। একইসাথে দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানাই।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত