সুবিপ্রবির প্রথম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৩: ১১

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) প্রথম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলার শান্তিগঞ্জের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা উড্ডয়ন ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। 

বিজ্ঞাপন

র‍্যালিটি সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস থেকে শুরু হয়ে শান্তিগঞ্জ ঝিলমিল অডিটোরিয়ামে আলোচনা সভায় এসে মিলিত হয়। 

উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সুবিপ্রবির প্রভাষক শান্তা রানি সাহা ও সাইদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারওয়ার উদ্দিন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সুবিপ্রবির ডিন ড. হারুনুর রশিদ,  জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ। 

এ সময় আরো বক্তব্য দেন, সুবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী সারফুদ্দিন, সুনামগঞ্জ সোনালী ব্যাংকের ডিজিএম হিমাংশু আচার্য্য, ১ম ব্যাচের শিক্ষার্থী তাকবিল, গোলাম মওলা তাইমুম, সোহানুর রহমান সোহান প্রমুখ। 

এ সময় সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত