ইতালিতে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৩১

ইতালির মাতারা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের খুরশেদ আলীর ছেলে কাজল মিয়া (৪৫)।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায়।

পারিবারিক সূত্র জানায়, সাড়ে তিন বছর আগে জীবিকার সন্ধানে দুবাই যান কাজল মিয়া। সেখান থেকে ইতালি গিয়ে কৃষি ফার্মে কাজ শুরু করেন।

কাজের সময় কাঁচামাল পরিবহনের ট্রাক্টর উল্টে রাস্তার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছেন। শোকের ছায়ায় ভেঙে পড়েছে পরিবারটি।

শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও নিহতের চাচাতো ভাই সাইদুর রহমান জানান, লাশ দেশে আনার জন্য বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চাওয়া হয়েছে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত