
সিলেট ব্যুরো

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সুস্থ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের আর্থিক সুরক্ষা জরুরি। মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে সাংবাদিকদের কল্যাণে ও আর্তমানবতার সেবায় গঠিত ‘বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ড’র আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সততা এবং স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, মতবিরোধ, মতানৈক্য থাকবে কিন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দাতাদের অনুদান যেনো স্বচ্ছতার সাথে ব্যায় হয়, ইনসাফ ভিত্তিক হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন। সাংবাদিকদের মর্যাদা বজায় রেখে করার আহ্বান জানান।
মুহাম্মদ আবদুল্লাহ প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথে সাংবাদিকদের কল্যাণে ওয়েল ফেয়ার ফান্ড গঠনের ভুয়সী প্রশংসা করে বলেন, মফস্বলের একটি উপজেলা পর্যায়ে সাংবাদিকদের কল্যাণে এই বিশাল ফান্ড এটি একটি মাইলফলক ঘটনা।
নবগঠিত এই ফান্ডে দেশি প্রবাসীদের অনুদানে ৫১ লাখ টাকার ২০ হাজার টাকার প্রাথমিক তহবিল সংগ্রহ হয়েছে।
বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ সিলেটের ব্যুরো প্রধান খালেদ আহমদ, লন্ডনের দর্পন টিভির চেয়ারম্যান ও বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক রহমত আলী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল জলিল ও আবুল খায়ের।
বিশেষ অতিথির বক্তব্যে এসএমইউজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খালেদ আহমদ বলেন, সিলেট বিভাগের ৩৯টি উপজেলার মধ্যে সাংবাদিকদের কল্যাণে এ ধরনের বিশাল আর্থিক ফান্ড গঠন সম্ভবত প্রথম উদ্যোগ। প্রকৃত সাংবাদিকরা যাতে এর সুফল ভোগ করে মর্যাদার সাথে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সেজন্য দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি যে কোনো প্রয়োজনে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের সাধারণ সম্পাদক কাজী মো. জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফান্ডের সদস্য মো. জামাল মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, তজম্মুল আলী রাজু ও বর্তমান সাধারণ সম্পাদক শিপন আহমদ। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফান্ডের গোল্ডেন মেম্বারদেরকে সনদপত্র প্রদান করা হয়।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সুস্থ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের আর্থিক সুরক্ষা জরুরি। মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে সাংবাদিকদের কল্যাণে ও আর্তমানবতার সেবায় গঠিত ‘বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ড’র আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সততা এবং স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, মতবিরোধ, মতানৈক্য থাকবে কিন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দাতাদের অনুদান যেনো স্বচ্ছতার সাথে ব্যায় হয়, ইনসাফ ভিত্তিক হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন। সাংবাদিকদের মর্যাদা বজায় রেখে করার আহ্বান জানান।
মুহাম্মদ আবদুল্লাহ প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথে সাংবাদিকদের কল্যাণে ওয়েল ফেয়ার ফান্ড গঠনের ভুয়সী প্রশংসা করে বলেন, মফস্বলের একটি উপজেলা পর্যায়ে সাংবাদিকদের কল্যাণে এই বিশাল ফান্ড এটি একটি মাইলফলক ঘটনা।
নবগঠিত এই ফান্ডে দেশি প্রবাসীদের অনুদানে ৫১ লাখ টাকার ২০ হাজার টাকার প্রাথমিক তহবিল সংগ্রহ হয়েছে।
বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ সিলেটের ব্যুরো প্রধান খালেদ আহমদ, লন্ডনের দর্পন টিভির চেয়ারম্যান ও বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক রহমত আলী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল জলিল ও আবুল খায়ের।
বিশেষ অতিথির বক্তব্যে এসএমইউজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খালেদ আহমদ বলেন, সিলেট বিভাগের ৩৯টি উপজেলার মধ্যে সাংবাদিকদের কল্যাণে এ ধরনের বিশাল আর্থিক ফান্ড গঠন সম্ভবত প্রথম উদ্যোগ। প্রকৃত সাংবাদিকরা যাতে এর সুফল ভোগ করে মর্যাদার সাথে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সেজন্য দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি যে কোনো প্রয়োজনে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের সাধারণ সম্পাদক কাজী মো. জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফান্ডের সদস্য মো. জামাল মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, তজম্মুল আলী রাজু ও বর্তমান সাধারণ সম্পাদক শিপন আহমদ। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফান্ডের গোল্ডেন মেম্বারদেরকে সনদপত্র প্রদান করা হয়।

আজমল হোসেন চৌধুরী জাবেদ দুর্দিনে হাওর ভাটি দিরাই শাল্লার মানুষের পাশে ছিলেন। সব ধর্মের মানুষের কাছে সমান গ্রহণযোগ্য ব্যক্তি। দলের জন্য নিবেদিত এই নেতাকে বিএনপির মনোনয়ন দিলে হাওরাঞ্চলের মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
১ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুরের মধুমতি ব্রিজে অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বকর ফারুক (২২) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের নয়নীপাড়া গ্রামের বাসিন্দা।
১ ঘণ্টা আগে
পঞ্চগড়ে বুধবার সকাল ৬টার দিকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি এবং সকাল ৯টার দিকে ১২ দশমিক ৬ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ দিন সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।
১ ঘণ্টা আগে
মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শিরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান মুরাদ হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে