সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামীম, সম্পাদক জসীম

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৮: ৩৭

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার জেলার পৌর বিপনীস্থ তৃতীয় তলায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ভোট গণনা শেষে বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম ২৩ ভোট পেয়ে সভাপতি ও দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি জসীম উদ্দিন ২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক, জিটিভির জেলা প্রতিনিধি সেলিম আহমেদ তালুকদার,

দৈনিক ইনকিলাবের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কামরুল হাসান চৌধুরী।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি শাহরিয়ার সুমন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে এনটিভি ইউরোপ’র সুনামগঞ্জ প্রতিনিধি লুৎফুর রহমান, রাইজিংবিডির সুনামগঞ্জ প্রতিনিধি ও দৈনিক জৈন্তাবার্তার ডেস্ক ইনচার্জ মনোয়ার চৌধুরী দপ্তর সম্পাদক পদে, ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গ্লোবাল টিভির মিজানুর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশন’র সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক দেশ রূপান্তর’র সুনামগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান পীর, একাত্তর টেলিভিশন ও দৈনিক সিলেটের ডাক’র জেলা প্রতিনিধি শহীদনূর আহমেদ দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী ইমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলার তথ্য অফিসের উপ পরিচালক শেখ ওয়ালী ফয়েজ, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি একে কুদরত পাশা ও ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফজলুল করিম সাইদ। মোট ৪৫ সদস্যের মধ্যে ৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত