মিছিলে ধাওয়া করে নিষিদ্ধ দুই ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিলো স্থানীয়রা

সিলেট ব্যুরো
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৬: ২৩
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৭: ৪৭

সিলেটের দক্ষিণ সুরমার শ্রীরামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলে স্থানীয় জনতার ধাওয়ায় দৌড়ে পালিয়েছে মিছিলকারীরা। এ সময় দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এছাড়া, সিলেটের অপরিচিত এক স্থানে জেলা আ. লীগের পলাতক সাধারণ সম্পাদক নাসির খানের ছবি দিয়ে ও বিয়ানীবাজারে কিছু সময়ের মশাল মিছিল ফেসবুকে পোস্ট করছে ছাত্রলীগ। কিন্তু পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

বিজ্ঞাপন

এদিকে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীরামপুর পয়েন্টে মশাল মিছিলের চেষ্টা ঘটনাটি মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব নিশ্চিত করেছেন।

ওসি জানান, ২০–২৫ জন যুবক মশাল নিয়ে মিছিল বের করলে স্থানীয় জনতা তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এর মধ্যে দুইজন পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়, পরে স্থানীয়রা তাদের সেখান থেকে বের করে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত