আমার দেশ এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ ও কুলাউড়া (মৌলভীবাজার)
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১৩: ৫৮

দৈনিক আমার দেশ এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র প্রতিবাদ ও প্রত্যাহার জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেস ক্লাবের সামনে সোমবার সকাল ১১টায় পাঠকমেলা উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

পাঠকমেলার কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মাহমুদ আলীর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ প্রেসক্লাব এর আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব এর সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ পল্লী বিদ্যুতের সাবেক এলাকা পরিচালক মো. নুরুউদ্দিন,

সাংবাদিক মুক্তাদির হোসেন, নির্মল এস পলাশ, সালাহ্উদ্দিন শুভ, সাদিকুর রহমান সামু, জাহেদ আহমেদ, মালিক মিয়া, সৈয়দ জেমস হোসেন প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত