সুনামগঞ্জে ডিসির আশ্বাসে একদিনের জন্য অবরোধ কর্মসূচি স্থগিক করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে অবরোধ চলাকালে ডিসি এসে দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তা প্রত্যাহার করেন তারা।
শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি দাওয়ার বিষয়ে আরও সুস্পষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত ক্লাস বর্জন অব্যাহত থাকবে। আন্দোলনের পরবর্তী ঘোষণা করা হবে।
এরআগে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবারও একই দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়ায় বুধবার মেডিকেল কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়কের দুইপাশে বাঁশ দিয়ে বেড়িকেড দিয়ে অবরোধ করেন তারা। এতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে শান্তিগঞ্জ ইউএনও সুকান্ত সাহা ঘটনাস্থলে এসে বুঝাতে ব্যর্থ হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে যোগ দেন স্থানীয়রা।
জেলা প্রশাসক বলেন, আমি স্বাস্থ্য বিভাগের সচিব মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি দাবি পুরনে আশ্বাস দিয়েছেন।

