কোম্পানীগঞ্জে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

উপজেলা প্রতিনিধি, (কোম্পানীগঞ্জ) সিলেট
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১৯: ৫৯

সিলেটের কোম্পানীগঞ্জে বেড়েই চলেছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন শতাধিক রোগী। এছাড়া রোগীর ভিড় রয়েছে ফার্মেসিতেও।

শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৮ জন। এদিন হাসপাতাল পরিদর্শন করেছেন সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান। একই সঙ্গে ডায়রিয়াপ্রবণ এলাকা ভোলাগঞ্জ আদর্শগ্রামেও যান তিনি।

বিজ্ঞাপন

তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক রোগ নিয়ন্ত্রণ ডা. নুর এ আলম শামীম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাইনুল আহসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম নয়ন, এমওসিএস ডা. স্বপ্নীল সৌরভ রায় প্রমুখ।

পরিদর্শনে গিয়ে জনসাধারণের মাঝে লিফলেট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন বিতরণ করা হয়। এছাড়া জনসচেতনতা ও স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম চালানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত সপ্তাহের শুরু থেকে গড়ে অর্ধশত রোগী ভর্তি হচ্ছেন। উপজেলায় সবচেয়ে বেশি ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভোলাগঞ্জ আদর্শগ্রামে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম নয়ন বলেন, আমরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছি। গ্রামের মানুষ সচেতন হলে ডায়রিয়ার প্রকোপ ধীরে ধীরে কমে যাবে বলে আশা করছি। গরমের কারণে এ সমস্যা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত