সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৩: ৩১

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ, দোষীদের দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় শহরের পৌর মার্কেটের সামনে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর বলেন, দেশে সাংবাদিকেরা বারবার হত্যা নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু দৃশ্যমান কোনো বিচার নেই। সাগর-রুনির চার্জশিট এখনও হয়নি। বিচারহীনতার কারণে সাংবাদিক তুহিনকে গলা কেটে হত্যা করা হয়েছে। নতুন এ বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে তুহিন হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। নতুবা দেশের জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে মাহবুবুর রহমান পীরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ নুর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, এ, কে কুদরত পাশা, দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত