এম এ মালিকের আশাবাদ

ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে

সিলেট ব্যুরো
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৭: ০৩

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, ১৫ বছর এ দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা সরকার। তাই তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। ওই স্বৈরশাসকের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তোলা হয়েছিল। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলা করেও থামাতে পারেনি।

শুক্রবার রাতে দক্ষিণ সুরমার নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিমিয়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার। কারণ ইলিয়াস আলী তাদের জন্য আতঙ্ক ছিলেন। তাই তাকে গুম করা হয়। আমার মনে হয় তাকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। একদিন তিনি জনতার মাঝে ফিরে আসবেন।

এম এ মালিক আরো বলেন, জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছি। যখন যুক্তরাজ্যে ছিলাম, তখন দেশের স্বার্থে প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বছরের পর বছর আন্দোলন করেছি। শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু ওই দাওয়াত প্রত্যাখ্যান করে আমি তাকে শর্ত দিয়েছিলামÑখালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপি নেতা জসীম, সিলেট জেলা কৃষক দলের নেতা নান্নু, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন প্রমুখ।

বিষয়:

সিলেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত