সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিকদের বৈঠক হয়। এরপর কর্মবিরতি প্রত্যাহার করে নেয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। কর্মবিরতি প্রত্যাহারের পর বাসসহ অন্যান্য যান চলাচল শুরু হয়।
এরআগে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-বাস শ্রমিক দ্বন্দ্বে রোববার সন্ধ্যা থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সমিতি। সোমবার সকাল ৭টা থেকে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। এতে সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, গত রোববার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে বাস ভাড়া নিয়ে বাস চালক ও হেল্পারের কথা কাটাকাটি হয়। এর জের ধরে মারামারির ঘটনা ঘটে।
বাস মালিক সমিতির দাবি, বাসের চালক ও হেল্পারকে মারধরসহ গাড়ি ভাংচুর করেছে শিক্ষার্থীরা। এর প্রতিবাদে রোববার বিকেলে সুনামগঞ্জ বাসস্টেশনে প্রায় দুই ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে পরিবহন শ্রমিকরা। পরে অবরোধ প্রত্যাহার করে নিলেও সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন শ্রমিকরা। এই কর্মসূচিতে পরিবহন মালিক সমিতি ও অন্যান্য পরিবহন শ্রমিক সংগঠনও সংহতি জানায়।
ফলে রোববার রাত থেকে সুনামগঞ্জ সিলেট সড়কে বাস চলাচল বন্ধ ছিল। অন্যান্য যানও কম চলছিল।
বৈঠকে উপস্থিত সুনামগঞ্জ বাস মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির কোষাধ্যক্ষ মোরশেদ আলম বলেন, প্রশাসন শ্রমিককদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি বাস সরবরাহ করা হয়েছে। তাই আমাদের শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন।
সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নূরুল হক বলেন, আমরা তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করার ১৮ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি। এখন বাসসহ অন্যান্য যান চলাচল শুরু হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল বলেন, দুই পক্ষের সঙ্গে আমরা বসেছিলাম। সবাই ঐক্যমতে পৌঁছায় বিষয়টি সমঝোতার ভিত্তিতে শেষ হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

