সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে আনজুমান

সিলেটের ইতিহাসে সর্বোচ্চ জনসমাগমের প্রত্যাশা

সিলেট ব্যুরো
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১৯: ৪২
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৯: ৪২

দীর্ঘ এক যুগ পর সিলেটে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল। ইতোমধ্যে নগরীর এমসি কলেজ মাঠকে মাহফিলের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে।

বিজ্ঞাপন

আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মিফতাহুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, আনজুমানের সহ-সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মুকতাবিস-উন-নূর, তাফসির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, ড. নূরুল ইসলাম বাবুল, সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, উপাধ্যক্ষ মাওলান সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মাওলানা ইসলাম উদ্দিন, লন্ডন প্রবাসী আলেমে দ্বীন মাওলানা আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট আলিম উদ্দিন, ব্যবসায়ী নুরুল আলম, মুফতি আলী হায়দার, সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন প্রমুখ।

মাহফিল উপলক্ষে নগরের ট্রাফিক ব্যবস্থাপনা, মুসল্লিদের কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা, ট্রাফিকের প্রয়োজনে বাইপাস রাস্তা, নিয়মিত গাড়ির মুভমেন্ট সহজ করা, সিলেটে অবস্থান করা বিপিএল খেলোয়াড়দের যাতায়াত, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, সিটি করপোরেশন থেকে লাইট স্থাপন, ওয়াসব্লক স্থাপন, মাহফিলে ভিআইপি অতিথিদের নিরাপত্তা, স্থানীয় জনগণের নিরাপত্তা, আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক বাড়ানো, পানি পান ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, রাস্তাঘাটে দোকান না বসানো, জরুরি ফায়ার সার্ভিস ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ব্রিফিংয়ে আয়োজকবৃন্দ বলেন, আল্লামা সাঈদী (র.) এর স্মৃতি বিজড়িত আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে দীর্ঘ ১২ বছর পর তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আগে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হলেও এ বছর ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর উপস্থিতিকে ঘিরে এমসি কলেজ মাঠে আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিল ৯ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। চলবে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। মহিলাদের জন্য বিশেষ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত