টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৩: ০১

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও বালু মহালে লুটপাট বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা শহরের আলফাত স্কয়ারে আন্ত:উপজেলা অধিকার পরিষদ ও সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদের পরিচালনায় বক্তব্য রাখেন আন্তঃউপজেলা অধিকার রক্ষা পরিষদের সভাপতি নূরুল হক আফিন্দী, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাছার, জেলা সুজন’র সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান আতাহার, হাউস’র নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, হাওর বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে কুদরত পাশা, আমার সুনামগঞ্জ এর সম্পাদক মো. সুহেল আলম, হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো .খলিলুর রহমান, জামালগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সাংগঠনিক মো. মদরিছ মিয়া চৌধুরী, ধোপাজান চলতি নদীর শ্রমিক নেতা মো. হাফিজুর রহমান, নূরুল ইসলাম নূরু।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত