শেখ পরিবার চা শিল্পেও ভাগ বসিয়েছে

শেখ হাসিনা কোনো মতে জানটা নিয়ে বিদেশে পালিয়েছে: সারজিস আলম

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিজেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ২০: ০৬
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ২০: ৩০

শেখ হাসিনা কোনোমতে জানটা নিয়ে বিদেশে পালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগ শুধুমাত্র অল্প কিছু মানুষকে লাভবান করেছে। শেখ পরিবারের কিছু লোক ইউরোপ, আমেরিকা, কানাডায় হাজার হাজার বাড়ি করেছে, শত শত গাড়ি করেছে। এই শেখ ও শেখের বেটিরাই যদি সব লুটেপুটে খায় তাহলে চা শ্রমিকরা কি খাবে?

রোববার এনটিসিসহ বন্ধ সব চা বাগান চালু করা, চা শ্রমিকদের মজুরি,স্বাস্থ্য, বাসস্থান, সন্তানদের শিক্ষা ও চাকুরি নিশ্চিতের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা চা বাগান মাঠে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এক চা শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, বিগত ১৬ বছর ধরে উন্নয়নের গল্প বলতে বলতে মনে হচ্ছিল যে আমরা বাংলাদেশে নাই, মঙ্গল গ্রহে বসবাস করি। চা শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বাগানে ১০-২০টা লোক গলাবাজি করে ফাঁপর দেয়। কিন্তু আপনারা যদি একটা বাগানের ১০ হাজার লোক যান, ওরা ওদের জায়গা থেকে জান নিয়ে পালাবে। যেভাবে শেখ হাসিনা কোনো মতে জানটা নিয়ে বিদেশে পালিয়েছে।

চা শ্রমিক সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাস, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শ্যামলী সুলতানা জেদনী, চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু, খায়রুন আক্তার, বৈষম্যবিরোধী চা-ছাত্রআন্দোলনের নেতা আবুল হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক আসাদউল্লাহ আল গালিব, বরুণা মাদরাসার শিক্ষক নূরে আলম হামিদীসহ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।

মৌলভীবাজারের কমলগঞ্জ প্রতিনিধি জানান, মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিক সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, চা শিল্পেও শেখ পরিবারে ভাগ বসিয়েছে।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অর্থনৈতিক বৈষম্য, শোষণ নিপীড়নের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। চা শ্রমিক জনগোষ্ঠী যুগ যুগ ধরে বৈষম্যের শিকার। ফ্যাসিবাদী ব্যবস্থায় অবাধ লুটপাট চা শিল্প ও শ্রমিককে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকুরির নিশ্চিয়তাসহ চা শ্রমিকদের জীবনমানের উন্নয়ন করতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত