আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মৌলভীবাজার–৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ প্রার্থী

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজার–৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট সাতজন প্রার্থী। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী। একই দলের আরেক প্রার্থী হিসেবে, তবে কেন্দ্রীয়ভাবে মনোনীত নন—জালাল উদ্দীন আহমেদ জিপু। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আব্দুর রব।

বিজ্ঞাপন

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী নুরে আলম হামিদী এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মনোনীত প্রার্থী আবুল হাসান মনোনয়নপত্র দাখিল করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মহসিন মিয়া।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত বিধি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচার-প্রচারণা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন