মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে প্রবেশপথের একটি অংশ আবারও দেবে গেছে। তবে বনবিভাগ বালুর বস্তা ফেলে সাময়িকভাবে মেরামত করেছে।
২৮ থেকে ৩১ মে পর্যন্ত টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাস্তার প্রায় ৩১ মিটার এলাকা ও পাশের গাইডওয়ালে ফাটল দেখা দেয়। বনবিভাগ সাময়িকভাবে মেরামত করে সেখানে লাল পতাকা টাঙিয়ে সতর্কতা জারি করেছে।
এর আগে ২০১৭ সালেও একই স্থানে রাস্তা দেবে গিয়েছিল। স্থানীয়রা বলছেন, অব্যবস্থাপনার কারণে এই রাস্তা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
স্থানীয় ফটোগ্রাফার জুয়েল আহমদ জানান, কয়েক দিন আগে ভারী বর্ষণ ও ঢলের কারণে জলপ্রপাতের যাওয়ার রাস্তা দেবে যায়। বর্তমানে বনবিভাগ সেটি মেরামত করেছে। তিনি বলেন, 'এখন ঈদের সময়, এই সময়ে একটু আয় হয়। তবে গত কিছুদিন পর্যটক কম এসেছে। আশা করছি ঈদে ভিড় বাড়বে।'
পর্যটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন সিংহ বলেন, 'বৈরি আবহাওয়ার মধ্যেও আমরা পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক রয়েছি। বর্ষণে রাস্তা কিছুটা দেবে গেলেও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।'
বনবিভাগের বড়লেখা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. রেজাউল মৃধা বলেন, 'চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাস্তার প্রায় ৩১ মিটার অংশ দেবে গেছে। আগেও একবার একই স্থানে এমন ঘটনা ঘটেছিল। ঘটনাস্থল পরিদর্শন করে বালুর বস্তা ফেলে তা চলাচলের উপযোগী করেছি। বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।'
এমএস

