উপজেলা প্রতিনিধি, বড়লেখা (মৌলভীবাজার)
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে প্রবেশপথের একটি অংশ আবারও দেবে গেছে। তবে বনবিভাগ বালুর বস্তা ফেলে সাময়িকভাবে মেরামত করেছে।
২৮ থেকে ৩১ মে পর্যন্ত টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাস্তার প্রায় ৩১ মিটার এলাকা ও পাশের গাইডওয়ালে ফাটল দেখা দেয়। বনবিভাগ সাময়িকভাবে মেরামত করে সেখানে লাল পতাকা টাঙিয়ে সতর্কতা জারি করেছে।
এর আগে ২০১৭ সালেও একই স্থানে রাস্তা দেবে গিয়েছিল। স্থানীয়রা বলছেন, অব্যবস্থাপনার কারণে এই রাস্তা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
স্থানীয় ফটোগ্রাফার জুয়েল আহমদ জানান, কয়েক দিন আগে ভারী বর্ষণ ও ঢলের কারণে জলপ্রপাতের যাওয়ার রাস্তা দেবে যায়। বর্তমানে বনবিভাগ সেটি মেরামত করেছে। তিনি বলেন, 'এখন ঈদের সময়, এই সময়ে একটু আয় হয়। তবে গত কিছুদিন পর্যটক কম এসেছে। আশা করছি ঈদে ভিড় বাড়বে।'
পর্যটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন সিংহ বলেন, 'বৈরি আবহাওয়ার মধ্যেও আমরা পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক রয়েছি। বর্ষণে রাস্তা কিছুটা দেবে গেলেও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।'
বনবিভাগের বড়লেখা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. রেজাউল মৃধা বলেন, 'চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাস্তার প্রায় ৩১ মিটার অংশ দেবে গেছে। আগেও একবার একই স্থানে এমন ঘটনা ঘটেছিল। ঘটনাস্থল পরিদর্শন করে বালুর বস্তা ফেলে তা চলাচলের উপযোগী করেছি। বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।'
এমএস
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে প্রবেশপথের একটি অংশ আবারও দেবে গেছে। তবে বনবিভাগ বালুর বস্তা ফেলে সাময়িকভাবে মেরামত করেছে।
২৮ থেকে ৩১ মে পর্যন্ত টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাস্তার প্রায় ৩১ মিটার এলাকা ও পাশের গাইডওয়ালে ফাটল দেখা দেয়। বনবিভাগ সাময়িকভাবে মেরামত করে সেখানে লাল পতাকা টাঙিয়ে সতর্কতা জারি করেছে।
এর আগে ২০১৭ সালেও একই স্থানে রাস্তা দেবে গিয়েছিল। স্থানীয়রা বলছেন, অব্যবস্থাপনার কারণে এই রাস্তা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
স্থানীয় ফটোগ্রাফার জুয়েল আহমদ জানান, কয়েক দিন আগে ভারী বর্ষণ ও ঢলের কারণে জলপ্রপাতের যাওয়ার রাস্তা দেবে যায়। বর্তমানে বনবিভাগ সেটি মেরামত করেছে। তিনি বলেন, 'এখন ঈদের সময়, এই সময়ে একটু আয় হয়। তবে গত কিছুদিন পর্যটক কম এসেছে। আশা করছি ঈদে ভিড় বাড়বে।'
পর্যটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন সিংহ বলেন, 'বৈরি আবহাওয়ার মধ্যেও আমরা পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক রয়েছি। বর্ষণে রাস্তা কিছুটা দেবে গেলেও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।'
বনবিভাগের বড়লেখা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. রেজাউল মৃধা বলেন, 'চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাস্তার প্রায় ৩১ মিটার অংশ দেবে গেছে। আগেও একবার একই স্থানে এমন ঘটনা ঘটেছিল। ঘটনাস্থল পরিদর্শন করে বালুর বস্তা ফেলে তা চলাচলের উপযোগী করেছি। বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।'
এমএস
টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকাবস্থায় হারুন অর রশিদকে গত ১৮ অক্টোবর (শনিবার) গভর্নিং বডির মাসিক সভা ডাকার নির্দেশ দেওয়া হলে তিনি রহস্যজনক কারণে সভা ডাকেননি। এছাড়াও ১৯ অক্টোবর (রোববার) ফের স্কুলে মিটিং ডাকার জন্য বলা হলে মিটিং ডাকবেন বলে জানান
৫ মিনিট আগেইলিশ মাছ বিতরণের রেশ কাটতে না কাটতেই এবার গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন ফরিদপুর- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা রায়হান জামিল। আগামী ৩০ অক্টোবর ১ টাকা কেজিতে ভাঙ্গা উপজেলার ১০০ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে তিনি মাংস বিতরণের এ ঘোষণা দিয়েছেন।
১৮ মিনিট আগেজুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. জসিম উদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণ মামলার দুই আসামির ১৩ ও একজনের ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।
২ ঘণ্টা আগেফায়ার সার্ভিসের দাবি, অপরিকল্পিত নগরায়ণ, পানির পর্যাপ্ত উৎসের অভাব এবং সমন্বয়হীনতার কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে তাদের। বিশেষ করে বন্দর, বিমানবন্দর, ইপিজেড ও জাহাজভাঙা শিল্পাঞ্চলে আগুন নেভাতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ, এসব স্থানে আগুন লাগার খবর অনেক সময় দেরিতে পৌঁছ
৪ ঘণ্টা আগে