শ্রীমঙ্গলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান
উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, হলুদ সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজকে বিভ্রান্ত করে। গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে হলে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা বজায় রেখে সত্য ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র।
রোববার সকাল ১০টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ কথা বলেন তিনি। শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন। মুখ্য আলোচক ও প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। আলোচক হিসেবে বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুল সবুর এবং বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক নৃপেন্দ্র বিশ্বাস।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, অপ-সাংবাদিকতা গণতন্ত্র ও সমাজের জন্য হুমকি। এ অবস্থার পরিবর্তনে সাংবাদিকদের তালিকা প্রণয়ন এবং শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে নীতিমালা তৈরি করা হয়েছে। যা সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সেমিনারে বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা এবং অপ-সাংবাদিকতা থেকে বিরত থাকার উপায় নিয়ে মতবিনিময় করেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, হলুদ সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজকে বিভ্রান্ত করে। গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে হলে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা বজায় রেখে সত্য ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র।
রোববার সকাল ১০টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ কথা বলেন তিনি। শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন। মুখ্য আলোচক ও প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। আলোচক হিসেবে বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুল সবুর এবং বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক নৃপেন্দ্র বিশ্বাস।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, অপ-সাংবাদিকতা গণতন্ত্র ও সমাজের জন্য হুমকি। এ অবস্থার পরিবর্তনে সাংবাদিকদের তালিকা প্রণয়ন এবং শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে নীতিমালা তৈরি করা হয়েছে। যা সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সেমিনারে বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা এবং অপ-সাংবাদিকতা থেকে বিরত থাকার উপায় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২০ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
২৭ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
৩৮ মিনিট আগে