জৈন্তাপুর দিয়ে বিএসএফের ১৯ জনকে পুশইন

সিলেট ব্যুরো
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১৭: ৫১
পুশইন

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১৯ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার ভোরে ভারতের মেঘালয় রাজ্য সংযুক্ত জৈন্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে বিএসএফ ৪ নম্বর ব্যাটালিয়ন তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ সদস্যরা। দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের সাথে আটক করে হেফাজতে নেয়। আটকদের সবাই কুড়িগ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে বিজিবি।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ওই ১৯ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত