আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছিনতাই হওয়া মাইক্রোবাস মিলল ফসলি জমিতে

সিলেট ব্যুরো
ছিনতাই হওয়া মাইক্রোবাস মিলল ফসলি জমিতে

সিলেটে যাত্রীবেশে চালককে বন্দুক দেখিয়ে ছিনতাই হওয়া মাইক্রোবাস (নোহা স্কয়ার) পরিত্যক্ত অবস্থায় ফসলি জমি থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মাইক্রোবাসের মালিক মো. মান্না সিলেট মহানগরের মেজরটিলা এলাকার বাসিন্দা। চালক ও মালিকের বরাত দিয়ে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আকবর রাজন জানান, বুধবার রাতে সিলেট মহানগরের চৌহাট্টা এলাকা থেকে মৌলভীবাজার যাওয়ার জন্য এক অজ্ঞাত পরিচয়ের যাত্রী মাইক্রোবাস (নোহা স্কয়ার) ভাড়া করেন। নোহার চালক মো. রহমান মিয়া ওই যাত্রীকে নিয়ে সিলেট-ঢাকা মহাসড়ক হয়ে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে শেরপুর এলাকায় গাড়িকে থামাতে বলেন যাত্রী। এসময় আরও একজন এসে যোগ দেয় ওই যাত্রীর সঙ্গে। পরে বন্দুক দেখিয়ে চালককে বেধে রাস্তার পাশে ফেলে রেখে মাইক্রোবাস ছিনতাই করে নিয়ে যায়।

গাড়ির মালিক হাইওয়ে পুলিশ ও মৌলভীবাজার সদর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে বৃহস্পতিবার গাড়িটি শেরপুর হাইওয়ে এলাকার একটি ফসলি জমি থেকে উদ্ধার করা হয়।

মৌলভীবাজারের শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার সদর থানা পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। তবে এ ঘটনায় জড়িতদের আটক করা যায়নি।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন