আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে বিজিবির অভিযানে ২ কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ

সিলেট ব্যুরো

সিলেটে বিজিবির অভিযানে ২ কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তের বাংলাবাজার, প্রতাপপুর, বিছনাকান্দি এবং সংগ্রাম বিওপি কর্তৃক শনিবার রাতে চোরাচালানী অভিযানে প্রায় ২ কোটি টাকার বিপুল ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে।

বিজ্ঞাপন

বিজিবি ৪৮ সূত্র জানায়, এগুলোর মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় নিভিয়া সফট ক্রিম,পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, ক্লপ জি ক্রিম, অলিভ অয়েল, সাবান, সানগ্লাস, গরু, শুটকি, আঙ্গুর, আনার, কমলা, জিরা, পেঁয়াজ, এনার্জি ড্রিংক, চা-পাতা, চকলেট, সুপারি এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশী শিং মাছ ও সুপারি আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ১ কোটি ৯০ লক্ষ টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিধানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...