রাষ্ট্র বেকারের ভার বহন করতে পারছে না: কারিগরি বিভাগের সচিব

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৭: ২৩

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেছেন, দেশে বেকারত্ব বাড়ছে। পরিবার কিংবা রাষ্ট্র বেকারের ভার বহন করতে পারছে না। মানুষকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে হবে। তবেই দেশ ও সমাজ এগিয়ে যাবে।

শনিবার (৫ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে কারিগরি শিক্ষার খুব অভাব। তেমনি অভাব রয়েছে নৈতিকতার। দেশে অনুসরণ করার মতো কোনো মডেল নেই। সাউথ কুরিয়ায় কোটি টাকার বান্ডিল কেউ রাস্তায় ফেলে দিলে নেয় না, আমরা সেই নৈতিকতার খুঁজে পাই না। নৈতিকতা যেমন নেই তেমনি নেই দক্ষতা। কারিগরি শিক্ষায় আমরা পিছিয়ে। জিপিএ প্রতিযোগিতায় পড়ে আমরা হারাচ্ছি দক্ষতা। দক্ষতা না থাকায় চাকরির বাজার মান্দা ভাব। বিদেশে গিয়েও মিলছে না ভালো বেতন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদেশে দক্ষ একজন শ্রমিকের বেতন অদক্ষের চাইতে তিনগুণ বেশি।

তাই শুধু জেনারেল শিক্ষায় সার্টিফিকেট নয়, ভবিষ্যৎ জীবন ও রাষ্ট্র গঠন করতে হলে এখনি কারিগরি শিক্ষার দিকে নজর দিতে হবে। স্কুল, কলেজে কারিগরি ক্লাস থাকলেও আউটপোট নেই। ভালো পড়াশোনা হয় না, ভালো শিক্ষার্থী বের হয়ে আসছে না।

তিনি বলেন, হাতে কলমে শিক্ষার জন্য প্রত্যেক জেলায় জেলায় একটি করে টেকনিক্যাল কলেজ করা হবে। ৩৩০ উপজেলায় একটি করে টেকনিক্যাল কলেজ করা হবে। প্রাইভেট পলিটেকনিক কলেজও গড়ে তুলতে হবে। ১০ বছর পর চাহিদা বেড়ে যাবে, তখন রাতারাতি কলেজ বানানো যাবে না।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ক্যারিকুলাম বিশেষজ্ঞ প্রকৌশলী মো. ফারুক রেজার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (ক্যারিকুলাম) প্রকৌশলী মো. আনোরুল কবির, সুনামগঞ্জ জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মোহাম্মদ রেজাউল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের শিক্ষক অধ্যাপক রবিউল ইসলাম, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ রিহান উদ্দিন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত