সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরের প্রবেশ মুখে একটি হাউজবোটের ধাক্কায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ নেই ৫ গ্রামে। বুধবার বিকেলে উপজেলার পাটলাই নদীর ছিলানী তাহিরপুর গ্রামের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। এতে করে জয়পুর, গোলাবাড়ি, ছিলানী তাহিরপুর, ইসলামপুর নতুন হাঁটি ও জয়পুর গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয় গ্রামবাসী জানান, বুধবার বিকেলে ‘নীলকমল’ নামে তিনতলা বিশিষ্ট একটি হাউজবোট হাওরের প্রবেশের সময় অসচেতনভাবে বিদ্যুতের মেইন লাইনে আঘাত করে। এতে দুটি বিদ্যুতের তার ছিঁড়ে যায়।
ছিলানী তাহিরপুর গ্রামের আব্দুল হালিম জানান, বিদ্যুতের তার ছিঁড়ে যাবার পর পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হলে তাৎক্ষণিক অফিসের লোকজন চলে আসেন। বুধবার রাতে কাজ করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে তারা লাইন মেরামতের কাজ শুরু করেছেন।
নীল কমল হাউজবোটের ব্যবস্থাপক আল মামুন বলেন, আমাদের বোটটি হাওরে নতুন। বোটের সুকানি নদী পথে চলতে গিয়ে নদীর উপর বিদ্যুতের তারটি সে খেয়াল করেনি ফলে অনাকাঙ্কিতভাবে এ দুর্ঘটনা ঘটে।
পল্লী বিদ্যুতের তাহিরপুর সাব জোনাল অফিসে সহকারী ম্যানেজার আলাউল হক সরকার বলেন, হাউজবোটের ধাক্কায় ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে গেছে। আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি । লাইন মেরামত হতে একটু সময় লাগবে।

