ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম: চরমোনাই পীর

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ২২: ৩৯

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম চরমোনাই বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের জন্য দেশের অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছেন। একদিকে রাজনৈতিক স্থিতিশীলতা অন্যদিকে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। পিআর পদ্ধতিতে দলগুলো ভোটের অনুপাতে সংসদীয় আসন পায়, ফলে কোন দল এককভাবে ক্ষমতা দখল করতে পারে না এবং সংসদে ছোট দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।

বৃহস্পতিবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা আয়োজনে ইসলামপন্থিদের ঐক্য ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা আপস এবং যৌথ সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ তৈরি হবে। এ পদ্ধতি চালু হলে দলগুলো বাধ্য হবে। সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ যার ফলে একনায়কতান্ত্রিক প্রবণতা প্রতিহত করা সম্ভব হবে। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রীকরণ সম্ভব হয় কারণ এতে বড় দলগুলোর একচ্ছত্র আধিপত্য কমে আসে তখন ছোট দলগুলোর অংশগ্রহণ বাড়ে।

রাজনৈতিক বৈচিত্র্যকে সম্মান করতে এবং আইন প্রণয়ন প্রক্রিয়াকে অধিকতর প্রতিনিধিত্বমূলক ও জবাবদিহিমূল করতে আনুপাতিক প্রতিনিধিত্বভিক্তিক নির্বাচন পদ্ধতির পথেই আমাদের চলতে হবে এটাই সর্বোত্তম পদ্ধতি।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা লোকমান ছাদী সভাপতিত্বে ও মুফতি মহসিন আহমদ ও মাওলানা আবু মুসা সাদ এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুফতি মঈন উদ্দিন খান তানভীর, জাতীয় মাশায়েখ আইম্মা পরিষদ হবিগঞ্জ জেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা কারী আঃ হালিম, মাওলানা নজির আহমদ চৌধুরী মুফতি নাসির উদ্দীন আনসারী, বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা মাওলানা নোমান আহমদ সাদিক, জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা কাজী মখলিছুর রহমান, খেলাফত মজলিস হবিগঞ্জ সাধারণ সম্পাদক, এডভোকেট সারওয়ার রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমেদ সোহেল, জেলা সেক্রেটারি, আলহাজ্ব শামসুল হুদা প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত