আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটের প্রতি অন্তর্বর্তী সরকারের মনোযোগ দেয়া দরকার : সেলিম উদ্দিন

বিশেষ প্রতিনিধি
সিলেটের প্রতি অন্তর্বর্তী সরকারের মনোযোগ দেয়া দরকার : সেলিম উদ্দিন

সিলেট অঞ্চলের উন্নয়নে বৈষম্য ও দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রেীয় নির্বাহী পরিষদের এই সদস্য বলেন, আমি উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, দীর্ঘদিন থেকে সিলেট বিভাগ উন্নয়ন থেকে বঞ্চিত এবং বৈষম্যের শিকার।

বিজ্ঞাপন

বিগত ফ্যাসিস্ট সরকার প্রকল্পের নামে কেবল দুর্নীতি আর লুটপাট করেছে। উন্নয়নের ফানুস উড়িয়ে জাতির সাথে তামাশা করেছে। আজ সিলেট বাসির ভোগান্তির শেষ নেই। প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চল বৈষম্যের শিকার ও বঞ্চিত হয়েছে সার্বিক উন্নয়ন থেকে।

বিবৃতিতে তিনি বলেন, সিলেটের প্রতিটি সড়ক যেনো এক একটি মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুম শুরুর প্রাক্কালে খানাখন্দের কারণে পথচারীদের আরও বেশী ভোগান্তিতে পড়তে হয়। সেখানে অবস্থানরত সাধারণ মানুষ থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীরা চরম দুরাবস্থার মধ্য দিয়ে চলাচল করছে।

যা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। সড়ক পথের এ বেহাল অবস্থার কারণে জনসাধারণের কর্ম ঘন্টা ও অর্থ দু'টোই অপচয় হচ্ছে। এ অবস্থার উত্তরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দ্রুততম সময়ে সংস্কারের জোর দাবি জানান সেলিম উদ্দিন।

তিনি বলেন, সিলেটের গ্যাস সিলেটবাসীকে বঞ্চিত করে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া ইনসাফ নয়। অবিলম্বে সিলেট মহানগরী এবং সিলেট জেলার প্রতিটি উপজেলা ও পৌর শহরের বাসা-বাড়িতে গ্যাস সংযোগের বিধিনিষেধ প্রত্যাহার করে গ্যাস সংযোগ দিতে হবে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মোহাম্মদ সেলিম উদ্দিন তার নিজ এলাকা বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের সুরমা-কুশিয়ারা নদী ভাঙন রোধে প্রকল্প গ্রহণ এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদাত্ত আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন