মৌলভীবাজারে ৭৩ লাখ টাকার চোরাই প্রসাধনীসহ ট্রাক জব্দ, চালক গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ২০: ০৯

মৌলভীবাজারে প্রায় ৭৩ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই প্রসাধনী পণ্যসহ একটি ট্রাক জব্দ ও একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) (বিশেষ চেকপোস্টে) অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত ট্রাকচালক মো. লালন মিয়া (২৮) রাজনগর উপজেলার মুটুকপুর গ্রামের বাসিন্দা।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে আসা ট্রাকটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ৭৩ লাখ ৪৮ হাজার ৮২০ টাকা।

জিজ্ঞাসাবাদে লালন মিয়া চোরাই পণ্য বহনের কথা স্বীকার করেছেন। তিনি জানান, পণ্যগুলো আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে খালি কার্টুন দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

ওসি আরও বলেন, লালন মিয়া পলাতক আসামি রুবেল মিয়ার সহযোগী। তারা সিলেটের চালিবন্দর থেকে এই পণ্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন। এই ঘটনায় গ্রেপ্তারকৃত লালন মিয়া, পলাতক রুবেল মিয়া এবং আরও ২-৩ জনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত